img

About Us

ভুমিকা

মাকতাব ও মৌলিক দীন শিক্ষা ছিল এদেশের হাজার বছরের ঐতিহ্যবাহী সার্বজনীন এক শিক্ষাব্যবস্থা। এক সময় এদেশের সাধারণ মুসলমানদের শিক্ষার সূচনা হত মসজিদ কেন্দ্রীক মাকতাব শিক্ষার মাধ্যমে। ফলে কচি বয়সেই প্রতিটি মুসলিম শিশুর অন্তরে প্রজ্জলিত হতো এক ঐশি নূর, কুরআনের আলোয় আলোকিত হত তাদের হৃদয়। ইসলামী মূল্যবোধ ও চেতনার শিক্ষা নিয়ে বেড়ে উঠত তারা। তাই প্রাপ্ত বয়স্ক হওয়ার পরও প্রতিটি ভালো কাজকে গ্রহণ করার জন্য উন্মুক্ত হয়ে থাকত তাদের হৃদয়। মনের অজান্তেই বর্জন করত প্রতিটি অন্যায়, অপরাধ ও কুসংস্কার। মাকতাব ও মৌলিক দীন শিক্ষা থেকেই প্রত্যেক মুসলমান ঈমান-আক্বিদা, পবিত্রতা, নামায শিক্ষা, বিশুদ্ধ কুরআন তেলাওয়াত, ইবাদাত-লেনদেন, জরুরি মাসাইল, আল্লাহর আদেশ-নিষেধ ও সেতুবন্ধন। ফলে ইসলামী আদর্শের আদলে গড়ে উঠত প্রতিটি মুসলিম পরিবার ও সমাজ। ইসলামী শিষ্টাচার ইত্যাদি দীনের মৌলিক বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করতো। এই শিক্ষার মাধ্যমেই স্রষ্টা ও সৃষ্টির মাঝে তৈরী হত এক সেতু বন্ধন। ফলে ইসলামী আদর্শের আদলে গড়ে উঠতো প্রতিটি মুসলিম পরিবার ও সমাজ। কালের বিবর্তন ও আমাদের উদাসীনতার ফলে সার্বজনীন এই শিক্ষা ব্যবস্থা আজ বিলুপ্তির পথে। যার ফলে সমাজ থেকে হারিয়ে যাচ্ছে ধর্মীয় চেতনা, ইসলামী মূল্যবোধ ও নৈতিকতা। নৈতিক অবক্ষয় ও অধঃপতনের কারণে বর্তমান সমাজ ঢেকে যাচ্ছে অপরাধ আর অসামাজিক কার্যক্রমের কালো ছায়ায়। বর্তমান বিশ্বে মুসলমানদের ঈমান-আক্বিদা ধ্বংসের বহুমুখী ষড়যন্ত্র, আমাদের শিশু-কিশোরদের কুরআনী শিক্ষা গ্রহণ না করে নৈতিকতা বিবর্জিত ধর্মহীন শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে বেড়ে উঠা এদেশের ইসলাম ও মুসলমানদেরকে এক ভয়াবহ পরিণতির সম্মুখিন করবে এবং আগামী প্রজন্মকে ধর্মীয় অনুভূতিশূণ্য, ইসলাম বিদ্বেষী হিসাবে গড়ে তুলবে। তাই বর্তমান বিশ্বের বিশিষ্ট ইসলামী চিন্তাবীদগণ শতভাগ মুসলমান তথা সাধারণ শিক্ষায় শিক্ষিত শিশু-কিশোর, যুবক-বয়স্ক এবং যেকোন শ্রেণী-পেশা বা বয়সের পুরুষ-মহিলা যেন দ্বীনের মৌলিক বিষয়সমূহ সম্পর্কে পর্যপ্ত জ্ঞান ও সহীহ আক্বিদা লালন করতে পারে সে জন্য কাজ শুরু করেছেন। তারা সেই হাজার বছরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান 'মাকতাব শিক্ষা' কে যুগের চাহিদা অনুপাতে সংস্কার, আধুনিকায়ন, সুষ্ঠুভাবে পরিচালনা ও বয়স ভেদে ভিন্ন ভিন্ন সিলেবাসের মাধ্যমে সর্বশ্রেণীর মুসলমানদের কাছে দ্বীনের মৌলিক বিষয়সমূহ পৌঁছে দেয়ার লক্ষে তৈরী করেছেন ‘দীনিয়াত কোর্স' দীনিয়াত কোর্সটি উন্নত বিশ্বের প্রায় ৪০-টি দেশে সমাদৃত এবং ২০-টি ভাষায় অনুদিত। সেই ধারাবাহিকতায় দ্বীনিয়াত একাডেমী তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বিশ্বের সকল প্রান্তের মুসলিমদের কাছে দ্বীনি শিক্ষা পৌঁছাতে অনলাইন ভিত্তিক শিক্ষা কার্যক্রম শুরু করে। বর্তমান সময়ে মুসলমানদের প্রতিটি পাড়া-মহল্লায় দীনিয়াত মাকতাব চালু করা সময়ের একান্ত দাবী। প্রিয় দ্বীনি ভাই! আপনার কাছে আমাদের আবেদন, সমাজের ৯৮% জনগোষ্ঠির কাছে মৌলিক দীন পৌঁছানোর লক্ষ্যে দীনিয়াত একাডেমির অনলাইন কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা ও অফলাইনে দেশের সর্বত্র মুনাযযাম মাকতাব ও বিশুদ্ধ দ্বীনী প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় এগিয়ে আসুন। এদেশের আগামী প্রজন্মকে নাস্তিকতা ও ধর্মদ্রোহীতার বিষাক্ত ছোবল থেকে রক্ষা করে তাদেরকে তাওহীদ, রিসালাত এবং ইসলামী চেতনা ও মূল্যবোধের শিক্ষাদানে সর্বাত্মক সহযোগীতা করে ঈমানি দায়িত্ব পালন করুন। আল্লাহ আমাদের সকলকে কুরআনের খেদমতের জন্য কবুল করুন। আমিন। "আমরা আমাদের কার্যক্রমকে কয়েকটি ধাপে সাজিয়েছি"

  • 01
    বিশ্বময় অনলাইন শিক্ষা

    দেশ বিদেশের শতভাগ মুসলিম ভাই বোনদের কাছে দ্বীনি শিক্ষার আলো পৌঁছানোর একটি উল্লেখযোগ্য প্রচেষ্টা.

  • 02
    প্রতিনিধি নিয়োগ

    অনলাইন ক্লাসের শিক্ষার্থীদের অ্যাক্টিভিটি অনুযায়ী প্রত্যেক জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ করা।

  • 3
    ঘরোয়া তালিম

    একাডেমির তত্ত্বাবধানে প্রশিক্ষিত প্রতিনিধিদের পরিচালনায় ঘরে ঘরে সাপ্তাহিক তালিম প্রতিষ্ঠা করা।

  • 04
    মাকতাব প্রতিষ্ঠান

    সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করতে শিশু ও কিশোরদের জন্য প্রত্যেক গ্রামে মুনাজ্জাম মাকতাব প্রতিষ্ঠা করা।

  • 5
    মাদরাসা প্রতিষ্ঠা

    প্রতিনিধিদের সাথে নিয়ে প্রত্যেক জেলা উপজেলায় একটি করে আদর্শ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা।

about

প্রিন্সিপাল ও তার পরিচিতি

মাওলানা মীর ইদরীস নদভী দাঃবাঃ। প্রতিষ্ঠাতা পরিচালকঃ জামিয়াতুল ঈমান, নির্বাহী পরিচালকঃ আল হুদা মহিলা মাদ্রাসা। মিরের হাট, হাটহাজারী পৌরসভা , চট্টগ্রাম। তিনি চট্টগ্রাম জেলাধীন হাটহাজারী থানার মিরেরখীল গ্রামের মীর বাড়ীর ঐতিহ্যবাহী ধর্মীয় পরিবারে ১৯৬৬ সালে জন্মগ্রহণ করেন। ঐতিহ্যবাহী দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার প্রতিষ্ঠাকালীন প্রদান পৃষ্ঠপোষক শাইখুল মাশায়েখ আল্লামা জমির উদ্দিন রহমাতুল্লাহ তার নানা। শিক্ষাজীবন, তিনি প্রাথমিক শিক্ষা মিরেরখিল সরকরী প্রাথমিক বিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করে ঐতিহ্যবাহী হাটহাজারী মাদ্রাসা থেকে দাওরা হাদিস শেষ করেন। এবং উচ্চতর আরবী সাহিত্য নিয়ে উপমহাদেশের ঐতিহ্যবাহী ধর্মীয় বিদ্যাপীঠ ভারতের উত্তর প্রদেশের রাজধানী লাখনৌএ অবস্থিত দারুল উলুম নদওয়াতুল ওলামায় শিক্ষা লাভ করেন। তিনি বাংলাদেশের একজন স্বনামধন্য আলেমেদ্বীন, বিশিষ্ট দায়ী. বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের একাধিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠার পাশাপাশি বহু ধর্মীয়, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সাথে সম্পর্ক রেখে দ্বীনের খেদমত করে যাচ্ছেন। তিনি উপমহাদেশের প্রখ্যাত আলেমেদ্বীন, শতাব্দীর অন্যতম আন্তর্জাতিক ইসলামী চিন্তাবিদ হযরত আল্লামা সাইয়েদ আবুল হাসান আলী নদভী (রঃ) এর সুযোগ্য ছাত্র । তাই তিনি হযরতের সংস্কারধর্মী চিন্তা লালন করেন। তিনি হাটহাজারী মাদ্রাসার সাবেক মুহতামিম, আমিরে হেফাজত শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী (রঃ) এর সুযোগ্য ছাত্র ও খলিফা। তিনি বর্তমানে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ বেফাক (বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড) এর সম্মানিত সহঃসাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ খেলাফত আন্দোলনের যুগ্ন মহাসচিব এর দায়িত্ব পালন করছেন। উম্মাহের এই ক্লান্তিলগ্নে সর্বদা মুক্তির পথ অনুসন্ধানকারী নিবেদিতপ্রাণ রাহবার।

Our team

একাডেমির চালিকা শক্তি

যাদের মেধা শ্রম ও অক্লান্ত পরিশ্রমে পরিচালিত হচ্ছে দ্বীনিয়াত একাডেমী

team
হাফেজ মাওলানা মুহাম্মদ ইসমাইল হুসাইন

নির্বাহী পরিচালক

team
মাওলানা মীর আম্মার সাহেব

শিক্ষা সচিব

team
মাওলানা উসমান আলম সাহেব

সিনিয়র শিক্ষক

team
মাওলানা মুফতি আব্দুল্লাহ শিবলী সাহেব

সিনিয়র শিক্ষক

team
হাফেজ মাওলানা মুফতি ইরফান হাবিবী সাহেব

সিনিয়র শিক্ষক

team
হাফেজা আমাতুর রহমান মাইমুনা

প্রধান শিক্ষিকা

team
আলেমা কানিজ ফাতেমা এশা

সিনিয়র শিক্ষিকা

team
হাফেজা আলেমা কুলসুম জামিলা

সিনিয়র শিক্ষিকা

team
হাফেজা আমেনা সাদিয়া

সিনিয়র শিক্ষিকা

team
মাওলানা মুফতি জোবায়ের সাহেব

সিনিয়র শিক্ষক

সর্বক্ষণিক জাতির কল্যাণ আমরা অঙ্গীকার বদ্ধ

আসুন একসাথে হাতে হাত রেখে সমাজের অশান্তি দূর করে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করি।

support
কোর্স

দীনিয়াত একাডেমীর সম্মানিত পরিচালক, উপদেষ্টা ও সদস্য পরিষদ স...

সকল কোর্স দেখুন ও কাঙ্খিত কোর্সে অংশগ্রহণ করুন।
support
অভিজ্ঞ শিক্ষক শিক্ষি...

একঝাঁক অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষিকাগণ সর্বদা শিক্ষার্থীদের সার্ব...

সম্মানিত শিক্ষকদের সম্পর্কে জানুন
support
২৪/৭ সাপোর্ট

দৈনিক ২৪ ঘন্টা সপ্তাহের সাত দিন আপনার সেবায় আমরা প্রস্তুত র...

সাপোর্ট নিন
support
ইসলামিক নিকাহ সেবা -...

সুস্থ সমাজ গঠনে হালাল বন্ধন

বায়োডাটা জমা দিন
টেষ্ট ক্লাইন্ট